জুন ১৭, ২০২৪, ০৩:০১ এএম
পেসার তানজিম হাসান সাকিবের (৪/৭) চমৎকার বোলিংয়ে নেপালকে ২১ রানে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে বাংলাদেশ। এই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে টাইগাররা। ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর হয়েছে। বাংলাদেশ সবগুলো আসর খেলেছে। তবে শেষ আটে আসতে পারেনি।
বাংলাদেশ ১৯.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয়। জবাবে ১৯.২ ওভারে নেপাল অলআউট ৮৫ রানে। ডান হাতি পেসার তানজিম হাসান সাকিব ৪ ওভার বল করেন। ২১টি ডট বল দেন তিনি। আর ৭ রান দিয়ে নেন ৪ উইকেট। ২টি মেডেন ওভারও ছিল।
বাংলাদেশকে ম্যাচে নিয়ে এসেছেন সাকিব। আর সেজন্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তিনিই পেয়েছেন। নেপাল ২৬ রানে ৫ উইকেট হারায়। তবে কুশল মালা ও দ্বীপেন্দ্র সিং ভয় জাগান। ৬ষ্ঠ উইকেটে ৫২ রানের জুটি ছিল তাদের।
মালাকে ২৭ রানে আউট করেন মোস্তাফিজুর রহমান। দ্বীপেন্দ্রকে ২৫ রানে সাজঘরে পাঠিয়ে বাংলাদেশকে জয়ের বন্দর দেখান ফিজ।
মোস্তাফিজ এই ম্যাচে ৭ রান দিয়ে ৩ উইকেট নেন। সাকিব পেয়েছেন ২ উইকেট। এখন সুপার এইটে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান।
২১ জুন ভোরে অস্ট্রেলিয়ার সামনে টাইগাররা। ২২ জুন প্রতিপক্ষ ভারত। আর আফগানিস্তানের সঙ্গে ২৫ জুন ভোরে খেলা রয়েছে।