নেদারল্যান্ডসকে চেপে ধরেছেন সাকিবরা

স্পোর্টস ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৩, ০৮:০৫ পিএম

নেদারল্যান্ডসকে চেপে ধরেছেন সাকিবরা

কলকাতার ইডেন গার্ডেনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস। বাংলাদেশ প্রথমে ফিল্ডিং করবে ঐতিহাসিক এই ক্রিকেট গ্রাউন্ডে। 

এই রিপোর্ট লেখার সময় ২৫ ওভারে নেদারল্যান্ডস ৯৯ রান তুলেছে ৪ উইকেটে। এডওয়ার্ডস ২২ ও বাস ডি লিড ১৪ রানে খেলছিলেন। 

বারেসি ৪১ রানে আউট হন। শরিফুল, তাসকিন, সাকিব ও মোস্তাফিজ ১টি করে উইকেট পেয়েছেন। 

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলেছে বাংলাদেশ। বাংলাদেশ এই বিশ্বকাপে ৫ ম্যাচের ৪টিতে হেরেছে। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে তারা বিশ্বকাপ শুরু করেছিল। 

বাংলাদেশ দলে দুটি পরিবর্তন। নাসুমের জায়গায় আসলেন শেখ মেহেদী ও হাসান মাহমুদ ছিটকে গেলেন। সেখানে তাসকিন ফিরেছেন। 

নেদারল্যান্ডস একাদশ : ম্যাক্স ওদাউদ, বিক্রমজিত সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক), বাস ডি লিডস, সাইব্রান্ড এঙ্গেলব্রেচট, লোগান ফন বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত, পল ফন মেকেরেন। 

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম। 

 

 

Link copied!