বাংলাদেশ ৪-১ ব্যবধানে সিরিজ জয় করেছে

রাজার বীরত্বে হোয়াইটওয়াশ এড়াল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

মে ১২, ২০২৪, ০৭:২১ এএম

রাজার বীরত্বে হোয়াইটওয়াশ এড়াল জিম্বাবুয়ে

ছক্কা মারছেন সিকান্দার রাজা। ছবি : এক্স

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ থেকে বাঁচালেন সিকান্দার রাজা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রবিবার পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশ ৪-১ ব্যবধানে সিরিজ জিততে সক্ষম হয়েছে। 

বাংলাদেশ আগে ব্যাট করে ৬ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে। জবাবে জিম্বাবুয়ে ১৮.৩ ওভারে জয় নিশ্চিত করে (১৫৮/২)। রাজা ৪৬ বলে ৭২ রান করে অপরাজিত ছিলেন। 

১৫৮ রানের টার্গেট ছিল। জিম্বাবুয়ে কোনো চাপ বোধ করেনি। স্পোর্টিং উইকেট ছিল। ওপেনার ব্রায়ান বেনেট ৪৯ বলে ৭০ রানের ইনিংস খেলেন। এতেই জিম্বাবুয়ের জয়ের পথ সুগম হয়। 

সাকিব আল হাসান ৪ ওভারে ৯ রান দিয়ে ১টি উইকেট পান। অন্যদিকে সাইফউদ্দিন রান দিয়েছেন ৫৫। তবে একটি উইকেট তিনি দখল করেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়ক শান্ত ৩৬ রানে ফিরে যান প্যাভিলিয়নে। সাকিব ১৭ বলে করেছেন ২১ রান। জাকের শেষে ১১ বলে ২৪ রান করে বাংলাদেশকে ১৫০ রান পার করিয়ে দেন। 

Link copied!