পোর্ট এলিজাবেথে লড়াইয়ের আভাস বাংলাদেশের

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২২, ১২:৩৯ পিএম

পোর্ট এলিজাবেথে লড়াইয়ের আভাস বাংলাদেশের

 

দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। সেই লক্ষ্য নিয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে ভেন্যু পোর্ট এলিজাবেথে পৌঁছেছে মোমিনুল বাহিনী। আগামী (শুক্রবার) ৮ এপ্রিল থেকে পোর্ট এলিজাবেথে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কের ভেন্যুতে ম্যাচ খেলার কোন অভিজ্ঞতা নেই বাংলাদেশের। 

প্রথম টেস্ট হারলেও, দ্বিতীয় টেস্টে ভালো করার ব্যাপারে প্রত্যয়ী বাংলাদেশ অধিনায়ক মোমিনুল। তিনি বলেন, ‘আমরা আরও শক্তিশালী হয়ে পরের টেস্টে ফিরে আসার চেষ্টা করবো। আশা করি, খেলোয়াড়দের জন্য ভালো একটি সুযোগ হবে।’ 

প্রথম টেস্টে বোলিং করার সময় ইনজুরিতে পড়েন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তাই সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না তিনি। আর গোড়ালির সাথে আরও কিছু ইনজুরির জন্য প্রথম টেস্টে খেলার সুযোগ পাননি আরেক পেসার শরিফুল ইসলাম। দ্বিতীয় টেস্ট থেকেও ছিটকে গেছেন তিনি।

দ্বিতীয় টেস্টে তিন পেসার নিয়ে খেলার পরিকল্পনা করলে, সেক্ষেত্রে পেস অ্যাটাকে খালেদ আহমেদ-ইবাদত হোসেনের সাথে আবু জায়েদ রাহীকে দেখা যেতে পারে। এছাড়া দলে আছেন আরেক পেসার শহিদুল ইসলাম।

Link copied!