লঙ্কান লিগ নিয়ে রোমাঞ্চিত শরিফুল

স্পোর্টস ডেস্ক

জুলাই ২৯, ২০২৩, ০৯:৫৯ পিএম

লঙ্কান লিগ নিয়ে রোমাঞ্চিত শরিফুল

শ্রীলংকার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এলপিএল। এই আসর দিয়ে প্রথমবারের মত বিদেশী ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন শরিফুল। আসন্ন এশিয়া কাপে যৌথ আয়োজক হিসেবে থাকছে লংকানরা।
আজ ফ্লাইটে উঠার আগে শরিফুল বলেন, ‘যে কোনো প্রথমই সবার জন্য রোমাঞ্চকর। আমিও এর ব্যতিক্রম নই। আমি আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পেরে সত্যিই উচ্ছ্বসিত এবং কোন সন্দেহ নেই এটিকে আমার জন্য স্মরণীয় করে রাখতে চাই।’
এলপিএলে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলবেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে বড় অবদান রাখা শরিফুল।
তিনি আরও বলেন, ‘আমরা ক্যান্ডিতে এশিয়া কাপের একটি ম্যাচ খেলবো। আমি আশা করি শ্রীলংকান লিগে খেলার সুযোগ আমাকে উপকৃত করবে । শ্রীলংকার কন্ডিশন এবং উইকেট সর্ম্পকে পরিস্কার ধারনা পাবো।’
মাঠে সবসময় আক্রমণাত্মক থাকলেও ব্যক্তিগত জীবনে শান্ত মেজাজের শরিফুল জানান, এলপিএলে ম্যাচ খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবেন।
 

Link copied!