সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু আজ

ক্রীড়া ডেস্ক

জুন ১৮, ২০২১, ১০:৫৮ এএম

সাউদাম্পটনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু আজ

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আজ ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। প্রায় আড়াই বছর বিভিন্ন দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’টি স্থান দখল করে ফাইনালের মঞ্চে জায়গা করে নেয় ভারত ও নিউজিল্যান্ড। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের মুকুট মাথায় নিতে জয় ছাড়া কিছুই ভাবছে না দু’দল। আর যদি এক ম্যাচের ফাইনালের টেস্টটি ড্র বা টাই হয়, তবে যৌথভাবে চ্যাম্পিয়ন হবে ভারত ও নিউজিল্যান্ড।

ইংল্যান্ডের সাউদাম্পটনে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

নয়টি দলকে নিয়ে ২০১৯ সালের আগস্টে শুরু হয় প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ টেস্টের অ্যাশেজ সিরিজ দিয়ে পথচলা শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপের।

এরপর বিভিন্ন দল নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলে। নিয়মনুযায়ী, প্রত্যক দল ছয়টি করে সিরিজ খেলবে। সেটি দুই থেকে পাঁচ ম্যাচের সিরিজ পর্যন্ত ছিলো। পয়েন্টের ভিত্তিতে ফাইনাল নির্ধারনের নিয়ম ছিলো। সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া সেরা দু’দল খেলবে ফাইনাল। আর সে নিয়ম অনুসারে ভারত ও নিউজিল্যান্ড ফাইনালে উঠেছে। 

Link copied!