উদ্ভাবনী ভাবনার প্রতিযোগিতা ‍‍`বিচ্ছুরণ‍‍`

৯ ডিসেম্বর চূড়ান্ত পর্বে শীর্ষ ১০ দল পাবে ৫ লাখ টাকা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৮, ২০২৩, ০৩:১৪ পিএম

৯ ডিসেম্বর চূড়ান্ত পর্বে শীর্ষ ১০ দল পাবে ৫ লাখ টাকা

ইভেন্টের পোস্টার

উদ্ভাবনী আইডিয়া প্রতিযোগিতা ‍‍`বিচ্ছুরণ‍‍` এর চূড়ান্ত পর্ব (গ্র্যান্ড ফাইনাল) অনুষ্ঠিত হতে যাচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। শনিবার (৯ ডিসেম্বর) চূড়ান্ত পর্ব শেষে শীর্ষ ১০ বাছাইকৃত দলের হাতে মোট ৫ লাখ টাকা প্রাইজমানি এবং ক্রেস্ট তুলে দিবেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আয়োজকদের বরাত দিয়ে জানা যায়, স্মার্ট পাওয়ার এবং এনার্জির খোঁজে চলতি বছর অক্টোবরের শুরু থেকে আইডিয়া আহ্বান করা হয় ১৮ বছর থেকে ৩৫ বছর বয়সীদের থেকে। নভেম্বর ২৬ পর্যন্ত চলা এই আয়োজনে সারা দেশ থেকে ৭০০টির বেশি আইডিয়া জমা দেয় তরুণরা।

স্মার্ট পাওয়ার এবং এনার্জি সম্পর্কিত আইডিয়াগুলোকে ৭টি বিষয়ে ভাগ করা হয়েছে- স্মার্ট প্রোডাকশন, এনভায়রনমেন্ট এন্ড এনার্জি, ডিস্ট্রিবিউশন এড ম্যানেজমেন্ট, স্মার্ট গ্রিড সলিউশন, এনার্জি ডিমান্ড ফোরকাস্টিং, স্মার্ট অপারেশন এন্ড এনার্জি মনিটরিং এবং আইওটি বেজড পাওয়ার এন্ড এনার্জি সলিউশন।

এবার ২৩টি উদ্ভাবনী আইডিয়াকে স্বীকৃতি প্রদান করা হবে বিচ্ছুরণের মাধ্যমে। শ্রেষ্ঠ ১০ আইডিয়াকে বাস্তবে রূপদানের লক্ষ্যে আর্থিক, কারিগরি ও ব্যবস্থাপনা সহযোগিতা করা হবে আয়োজকদের পক্ষ থেকে।

স্মার্ট পাওয়ার এবং এনার্জিতে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তারুণদের প্লাটফর্ম ইয়াং বাংলা; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল এবং গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানির উদ্যোগে এই আয়োজন।

চূড়ান্ত পর্বের বিচারক হিসেবে উপস্থিত থাকবেন- ডুয়েট এর কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধ্যাপক নার্গিস আক্তার এবং গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লি. এর নির্বাহী পরিচালক এবং হেড অব ডিজিটাল বিজনেস মো. মনিরুজ্জামান খান।

পিচিং ও বাছাই শেষে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লি. এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল বিভাগের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।

বিদ্যুৎ উৎপাদন, বণ্টন, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক গতানুগতিক চিন্তাধারার বাইরে নতুন উদ্ভাবনী আইডিয়া বিদ্যুৎ ব্যবস্থাকে আরও গতিশীল করতে পারে বলে মনে করেন আয়োজক প্রতিষ্ঠানগুলো। তারা জানায়, বৈশ্বিক চ্যালেঞ্জ, বিদ্যুৎ ব্যবস্থার আধুনিকায়ন ও টেকসই সমাধানে স্মার্ট পাওয়ার ও এনার্জি বিষয়ক উদ্ভাবনী আইডিয়াকে বাস্তবে রূপ দিতে আয়োজিত হচ্ছে ‍‍`বিচ্ছুরণ‍‍` উদ্ভাবনী প্রতিযোগিতা।

Link copied!