আবুধাবিতে ১০৫ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ড্রাইভার রায়ফুল

অন্যরকম ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৩, ০৮:১৩ পিএম

আবুধাবিতে ১০৫ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ড্রাইভার রায়ফুল

১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে থেকে কখনো হয়তো ভাবেননি ভাগ্য এভাবে খুলে যাবে তাঁর। তবুও আশা ছিল মনে। তাই ই তো ৯ বছর ধরে লটারি কিনে চলেছেন বাংলাদেশের মোহাম্মদ রায়ফুল। এবার আশা পূরণ হলো, পূরণ হবে স্বপ্নগুলো। দেশটির রাজধানী আবুধাবিতে 'দ্য বিগ টিকিট' লটারিতে এই প্রবাসী বাংলাদেশি জিতেছেন ৩৫ মিলিয়ন দিরহাম বা ১০৫ কোটি টাকা জিতেছেন তিনি।

খালিজ টাইমসের খবরে জানানো হয়েছে, গত ১০ই ডিসেম্বর লটারিটি কিনেছিলেন রায়ফুল। লটারি কর্তৃপক্ষ তাঁকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। পরে স্থানীয়দের মাধ্যমে তার কাছে খবর পৌঁছানো হয়। দেশটির গণমাধ্যমেও এই লটারির খবর গুরুত্বের সঙ্গে প্রচার করা হয়।

লটারি কেনার বিষয়ে রায়ফুল জানান, মোট ২০ জন বন্ধু মিলে এই লটারি কিনেছিলেন তিনি। এখন সবার মধ্যে এই অর্থ ভাগ করে দেয়া হবে। 

আরব আমিরাতের আল আইনে বসবাসকারী ৩৯ বছর বয়সী রায়ফুল পেশায় পিক-আপ ড্রাইভার। লটারিতে প্রাপ্ত অর্থ কীভাবে ব্যয় করবেন জানতে চাইলে রায়ফুল জানান এখনো কিছু ঠিক করেননি। রায়ফুল বলেন, আমার এখনও বিশ্বাস হচ্ছে না আমি লটারি জিতেছি। আমি অত্যন্ত আনন্দিত।

প্রায় ৩ দশক আগে ১৯৯২ সালে আবুধাবি এয়ারপোর্ট ও শহরের প্রমোশনের জন্য 'বিগ টিকেট' লটারি চালু করা হয়। প্রতি মাসে এই লটারির ড্র হয়। প্রথমস্থানের জন্য পুরস্কারের অর্থের পরিমাণ প্রতি মাসে পরিবর্তন হয়।

ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারির প্রথম পুরষ্কার ছিল ৩৫ লাখ দিরহাম। এ মাসের দ্বিতীয় পুরস্কার জিতে ভারতীয় নাগরিক উমশাদ উল্লি ভেটিল পেয়েছেন ১০ লাখ দিরহাম। অন্যান্য লটারিতে আরও ৩ ভারতীয় নিরশাদ নজর, রবিন কাদিয়ান ও আব্দুল বুরহান পুথিয়াভেটিল প্রত্যেকে ১ লাখ দিরহাম করে জিতেছেন।

Link copied!