আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৬৯

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১১, ২০২১, ০৩:১৪ এএম

আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৬৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২৬৯ জনের শরীরে। আর এই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।

শুক্রবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুসের সই করা বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনায় সংক্রমণ-মৃত্যুর এ সব তথ্য জানানো হয়েছে।

আগের দিন দেশে ২৬২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ২৬৯ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমণ শনাক্ত হলো ১৫ লাখ ৭৮ হাজার ৮১৯ জনের শরীরে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ, যা আগের দিন ছিল ১ দশমিক ২২ শতাংশ। মোট নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ২৫ শতাংশ।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ে মারা গেলেন ২৮ হাজার ১৭ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। এখন পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষের সংখ্যা ১৭ হাজার ৯২৪ জন, নারী ১০ হাজার ৯৩ জন।

Link copied!