আগের দিন দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে মারা গিয়েছিলেন দুই জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন এক জন। তবে আগের দিনের মতোই দেশে করোনাভাইরাসের নতুন সংক্রমণ বেড়েছে। আগের দিন দেশে ২৬০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা বেড়ে হয়েছে ২৯১ জন।
আজ (২১ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২০ হাজার ৯০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ১ দশমিক ৩৯ শতাংশ। আগের দিন এ হার ছিল ১ দশমিক ৩০। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি পুরুষ, তিনি সিলেট বিভাগের।
গত ২৪ ঘণ্টায় করোনা রোগীদের মধ্যে সুস্থ হওয়ার রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছিলেন ২৩৬ জন। গত ২৪ ঘণ্টায় এ সংখ্যা হয়েছে ২৬৪ জন।