এবার ওমিক্রনে ঢাকায় একজন শনাক্ত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২১, ০৯:০৬ এএম

এবার ওমিক্রনে ঢাকায় একজন শনাক্ত

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে বাংলাদেশে আরও একজন শনাক্ত হয়েছেন। এনিয়ে দেশে মোট তিনজন শনাক্ত হলেন।

সোমবার (২৭ ডিসেম্বর) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এ তথ্য প্রকাশ করেছে।

জিআইএসএআইডি জানায়, ওমিক্রনে আক্রান্ত ৫৬ বছর বয়সী ওই পুরুষ ব্যক্তি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।গত ২৩ ডিসেম্বর ওমিক্রনে আক্রান্ত ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়।  

এর আগে জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশ জাতীয় দলের দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছিল।

প্রসঙ্গত, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বের ৯০টি দেশে ছড়িয়ে পড়েছে। এই নতুন ধরণ মোকবিলায় জনগণকে অবশ্যই মাস্ক পরতে হবে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সারাদেশের মানুষ যাতে আগের মতো স্বাস্থ্যবিধি মেনে চলে, এ জন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Link copied!