ওমিক্রনে শিশুরাই হাসপাতালে ভর্তি হচ্ছে বেশি

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৭, ২০২১, ০৩:২০ এএম

ওমিক্রনে শিশুরাই হাসপাতালে ভর্তি হচ্ছে বেশি

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন আক্রান্তদের মধ্যে শিশু ও কমবয়সীরাই হাসপাতালে বেশি ভর্তি হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রবিবার (২৬ ডিসেম্বর) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন।

স্বাস্থ্য অধিদপ্তরের এই মুখপাত্র বলেন, “ওমিক্রন নিয়ে অবহেলা করার সুযোগ নেই। দক্ষিণ আফ্রিকায় এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পরে ইউরোপের বিভিন্ন হাসপাতালের প্রতিবেদন অনুযায়ী শিশু এবং কম বয়সীদের হাসপাতালের ভর্তির হার বেড়েছে।বিশ্বের প্রায় ১১০টি দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে।”অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে ওমিক্রনের সংক্রমণের ক্ষমতা দুই-তিন গুণ বেশি বলেও তিনি জানান।

তবে ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তির প্রয়োজনীয়তা ২০ ভাগ কম বলেও জানান তিনি।

Link copied!