করোনায় প্রাণ গেল আরও ৩০ জনের, শনাক্ত ১,৯৭০

নিজস্ব প্রতিবেদক

জুন ৭, ২০২১, ০৯:৫৪ পিএম

করোনায় প্রাণ গেল আরও ৩০ জনের, শনাক্ত ১,৯৭০

চলমান দ্বিতীয় ঢেউয়ে বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যর সংখ্যা একটু কমেছে। সোমবার (৭জুন) গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট ১২ হাজার ৮৬৯ জন মারা গেলেন। গতকাল রবিবার মারা যায় ৩৮ জন।

সোমবার (০৭ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে দেশের করোনা পরিস্থিতি নিয়ে সবশেষ এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৭০ জন। এনিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ১২ হাজার ৯৬০ জন। গতকাল রবিবার গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৭৬ জন। শনিবার (৫ জুন) দেশে মোট শনাক্ত হয়েছিল ১ হাজার ৪৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা.নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই  বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতাল ও বাসা বাড়িতে চিকিৎসা সেবায় রবিবার গত ২৪ ঘন্টায় সুস্থ  হয়েছেন ১ হাজার ৯১৮ জন। এনিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৩ হাজার ২৪০ জন।

 

গতকাল রবিবার গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছিল ১ হাজার ৮৯৭ জন। শনিবার(৫ জুন) গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছিল ১ হাজার ৬৬৭ জন।

সোমবার মোট ১৭ হাজার ১৬৯ জনের দেহে করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে বলেও বলেও স্বাস্থ্য অধিদপ্তরের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে। গত ৩১ মে করোনাভাইরোসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ৮ লাখ পেরিয়ে যায়।

গত বছরের ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরের ১১ মে মৃত্যুর সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে যায়।

Link copied!