আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমণ ও শনাক্তের হার কমলেও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১০ হাজার ৩৭৮ জনের শরীরে। একই সময়ে দেশে করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ২১ জন। দেশে এ সংখ্যা গত বছরের অক্টোবরের পর সর্বোচ্চ মৃত্যু।
এই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ। শনিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
আগের দিন দেশে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ছিল রেকর্ড সর্বোচ্চ। ওই সময় সংক্রমণের হার বেড়ে দাঁড়ায় ৩৩ দশমিক ৩৭ শতাংশ। এর পাশাপাশি ১৫ হাজার ৪৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া একই সময়ে মারা যান ২০ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৭ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন; চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের ২ জন করে এবং রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১ জন করে।