টিকায় রক্ত জমাট বাঁধার কারণ উদঘাটনের দাবি

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২১, ০৪:৩৫ পিএম

টিকায় রক্ত জমাট বাঁধার কারণ উদঘাটনের দাবি

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা নেওয়ার পর অনেকের শরীরে রক্ত জমাট বেধে যাওয়ার যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে, তার কারণ ও প্রতিকার খুঁজে পাওয়ার দাবি করেছেন জার্মানি ও অস্ট্রিয়ার একদল চিকিৎসক।

গ্রাইফজভালড হসপিটাল, রাজ্যের স্বাস্থ্য সেবা নিয়ন্ত্রক সংস্থা পল এরলিশ ইনস্টিটিউট (পিইআই) এবং অস্ট্রিয়ার চিকিৎসকদের দল শুক্রবার যৌথভাবে ঘোষণা দেয়, কী কারণে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর কিছু মানুষের দেহে অস্বাভাবিকভাবে রক্ত জমাট বাঁধছে, তার কারণ তারা খুঁজে বের করতে পেরেছেন। গবেষণায় তারা দেখেছেন, টিকা নেয়ার পর কীভাবে অল্পসংখ্যক রোগীর মস্তিষ্কের শিরায় রক্ত জমাট বাধার ওই বিরল ঘটনাটি ঘটে। খুবই প্রচলিত ওষুধ ব্যবহার করে এ ধরনের রোগীদের চিকিৎসা দেওয়ার পদ্ধতিও এ গবেষক দল খুঁজে পাওয়ার কথা জানান তারা।

অস্ট্রিয়ায় সম্প্রতি মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে একজন সেবিকার মৃত্যু হয়, যিনি অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। এ নিয়ে শঙ্কা তৈরির প্রেক্ষাপটে জার্মানিসহ ইউরোপের কয়েকটি দেশে ওই টিকা ব্যবহার স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়।

 বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবী রক্ত জমাট বেঁধে যাওয়ার সঙ্গে টিকার স্পষ্ট কোনো যোগসূত্র নেই।

তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি (ইএমএ) থেকে বলা হয়, রক্ত জমাট বেঁধে যাওয়ার সঙ্গে টিকার স্পষ্ট কোনো যোগসূত্র নেই। এরপর অবশ্য শুক্রবার থেকে আবার অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহার শুরুর ঘোষণা দেয় জার্মানি।

অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর মাথা ধরে থাকা, ঝিমুনি বা চোখে ঝাপসা দেখার মতো উপসর্গ যদি তিন দিনের বেশি স্থায়ী হয় তাহলে রোগীর মেডিকেল পরীক্ষা করানো দরকার বলে গবেষকরা জানিয়েছেন।

সূত্র: ডয়চে ভেলে।

 

Link copied!