ডিসেম্বরে করোনায় মৃতদের ৮২ শতাংশই টিকা নেননি

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩, ২০২২, ০১:১৩ এএম

ডিসেম্বরে করোনায় মৃতদের ৮২ শতাংশই টিকা নেননি

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ডিসেম্বরে মোট ৯১ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মারা যাওয়াদের মধ্যে ৮২.৪ শতাংশই টিকা নেননি। টিকা নেওয়া ব্যক্তির হার ১৭.৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ডিসেম্বর মাসে দেশে মোট ৯ হাজার ২৫৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর মারা গেছেন মোট ৯১ জন। মারা যাওয়াদের মধ্যে টিকার আওতায় এসেছিল ১৬ জন। আর তাদের মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছিলেন ৬ জন। বাকি ১০ জন দুই ডোজেরই টিকা নিয়েছিলেন।

স্বাস্থ্য বিভাগ বলছে, করোনা মহামারি মোকাবিলায় এখন পর্যন্ত দেশের অর্ধেকের মতো মানুষ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন। সরকারের লক্ষ্য, ২০২২ সালের জুনের মধ্যে সবাইকে ২ ডোজ টিকা দেওয়া এবং বছরের শেষ নাগাদ সবাইকে বুস্টার ডোজ দেওয়া।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় এক জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫৫৭ জন। করোনায় এখন পর্যন্ত দেশে ২৮ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে, শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৬ হাজার ৪৬৬ জনে।

Link copied!