দেশে ওমিক্রন শনাক্ত হলেন আরও ৯ জন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১০, ২০২২, ০৩:০৯ পিএম

দেশে ওমিক্রন শনাক্ত হলেন আরও ৯ জন

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে দেশের আরও ৯ জন শনাক্ত হয়েছেন। সোমবার (১০ জানুয়ারি) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) এই তথ্য জানা গেছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ(আইসিডিডিআর.বি) নতুন এই ব্যক্তিদের তথ্য দিয়েছে।

আইসিডিডিআর.বি সূত্র জানায়,ওমিক্রন ধরনে নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ এবং ছয়জন নারী। তারা সবাই ঢাকায় অবস্থান করছেন। গত ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল বলে ওই সূত্র জানায়।

দেশে গত ৯ ডিসেম্বর প্রথম দুই জনের ওমিক্রন শনাক্ত হয়। আজকের ৯ জনসহ এ সংখ্যা গিয়ে দাঁড়ালো ৩০-এ।

প্রসঙ্গত,গত বছরের ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো করোনাভাইরাসের নতুন ধরন  ওমিক্রন শনাক্ত হওয়ার এই ভাইরাসটি বিশ্বের প্রায় সব দেশেই ছড়িয়ে পড়েছে। ওমিক্রনের কারণে বিভিন্ন দেশে মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়ে গেছে। সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন দেশ কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করেছে।

 

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত করোনার বি.১.১.৫২৯ নামের এই ভ্যারিয়েন্টকে ‘এ যাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর’ বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(ডব্লিউএইচও)। এর আগে ভারতে শনাক্ত হয় ডেলটা ধরন।

Link copied!