‘প্রবাসী কর্মীদের জন্য চালু হচ্ছে বিশেষ ফ্লাইট’

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২১, ১২:০৪ এএম

‘প্রবাসী কর্মীদের জন্য চালু হচ্ছে বিশেষ ফ্লাইট’

প্রবাসী কর্মীদের জন্য পাঁচটি দেশে যেতে আগামী শনিবার থেকে বিশেষ ফ্লাইট চালু করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এদিন থেকে কাতার, ওমান, সৌদি আরব, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতে যাওয়া-আসার বিশেষ ফ্লাইট শুরু হবে।

ওই সময়ে বিভিন্ন উড়োজাহাজ কোম্পানির নির্ধারিত যেসব ফ্লাইট আছে, সেগুলোই বিশেষ ফ্লাইট হিসেবে যাওয়ার অনুমতি পাবে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে মন্ত্রী পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। লকডাউনকালীন সময়ে বিদেশগামী কর্মীদের গন্তব্য দেশে যাওয়া বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে পাঁচটি দেশে সপ্তাহে ১০০টি বিশেষ ফ্লাইট চালু হবে। বৈঠক শেষে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, প্রবাসী কর্মীদের কথা বিবেচনায় শনিবার থেকে পাঁচ দেশে বিশেষ ফ্লাইট চালু করা হবে। আমরা এসব দেশে ১০০টি ফ্লাইট পরিচালনা করবো। যাতে করে জরুরিভাবে যাত্রীরা এসব দেশে যেতে পারেন সেই জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবো।

সেসময় তিনি আরও বলেন,  নিষেধাজ্ঞার প্রথম তিন দিনে যেসব ফ্লাইট বাতিল হয়েছে, ওই ফ্লাইটের প্রবাসী যাত্রীদের তালিকা তৈরি করবে প্রবাসী মন্ত্রণালয়। তারপর তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে আলাদা ফ্লাইটের ব্যবস্থা করা হবে।

ভার্চুয়াল ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মো. মাহবুব আলী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, বেবিচক চেয়ারম্যান, বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছিলেন।

Link copied!