বিশ্বব্যাপী করোনা শনাক্ত ১৫ কোটি ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

মে ১, ২০২১, ০৪:৫৩ এএম

বিশ্বব্যাপী করোনা শনাক্ত ১৫ কোটি ছাড়াল

বিশ্বব্যাপী করোনা সংক্রমণের পরিমাণ ১৫ কোটির ছাড়িয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে প্রায় ৩১ লাখ ৬৬ হাজার মানুষ। অন্যদিকে সুস্থ হয়েছে আট কোটি ৭৫ লাখের বেশি মানুষ।

বিশ্বব্যাপী করোনার কয়েকটি ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সংক্রমণ বেড়ে গেছে কয়েকগুণ।  ফলে  নতুন করে অনেক দেশ লকডাউনসহ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।

ওয়ার্ল্ডোমিটার্স ইনফো এর তথ্য অনুযায়ী শুক্রবার (৩০ এপ্রিল) বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৫ কোটি ১২ লাখ ৭৪ হাজার ৪৭ জন এবং মারা গেছেন ৩১ লাখ ৮২ হাজার ৩৭৪ জন। এ ছাড়া সুস্থ হয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৭১ হাজার ৮১৬ জন।

করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছে তিন কোটি ২২ লাখ ৮৮ হাজার ৯০৪ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৭৫ হাজার ১৯৩ জন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছে এক কোটি ৮৭ লাখ ৬২ হাজার ৯৭৬ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছে দুই লাখ আট হাজার ৩৩০ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৫৩ লাখ ৮৪ হাজার ৪১৮ জন।

এদিকে জনস হপকিনসের হিসাবে, মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত হয়েছে এক কোটি ৪৫ লাখ ৯০ হাজার ৬৭৮ জন এবং মারা গেছে চার লাখ এক হাজার ১৮৬ জন। সুস্থ হয়েছে এক কোটি ২৯ লাখ ৪২ হাজার ৮১ জন।

মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দুই লাখ ১৬ হাজার ৪৪৭ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ২৩ লাখ ৪০ হাজার ৯৩৪ জন এবং সুস্থ হয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৮৬১ জন।

 

Link copied!