বিশ্বে দৈনিক মৃত্যুর এক তৃতীয়াংশ ভারতে

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৩, ২০২১, ০১:১৬ পিএম

বিশ্বে দৈনিক মৃত্যুর এক তৃতীয়াংশ ভারতে

দৈনিক মৃত্যু ও শনাক্তের সংখ্যার ভারতের অবস্থা একটু উন্নতির দিকে যাচ্ছে। তারপরও বিশ্বের অন্য সব দেশের তুলনায় দেশটিতে মৃত্যু ও শনাক্তের সংখ্যা সবচেয়ে বেশি। রবিবার গত ২৪ ঘন্টায় পর্যন্ত সারাবিশ্বে ৯ হাজার ৯১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ভারতেই মারা গেছেন ৩ হাজার ৭১ জন। অন্যদিকে, রবিবার গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ লাখ ৫৯ হাজার ৭৩ জন। এর মধ্যে ভারতে শনাক্ত হয়েছেন ৬৫ হাজার ৯৭৮ জন।দেশটিতে সুস্থতার সংখ্যা বাড়ছে আর কমছে সক্রিয় রোগীর সংখ্যাও।

করোনায় মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি, রবিবার (১৩ জুন) সকাল ৯ টা পর্যন্ত (বংলাদেশ সময়) দেশটিতে মোট ৩ লাখ ৭০ হাজার ১৬৮ জন মারা গেছেন। শনিবার পর্যন্ত দেশটিতে মুত্যুর সংখ্যা ছিল ৩ লাখ ৬৭ হাজার ৯৭। এ হিসেবে রবিবার গত ২৪ ঘন্টায় দেশটিতে ৩ হাজার ৭১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ জুন) এই সংখ্যা একটু কম ছিল। শুক্রবার পর্যন্ত দেশটিতে মারা যায় ৩ লাখ ৬৩ হাজার ৯৭ জন। এর আগে বৃহস্পতিবার (১০ জুন) মৃত্যুর দিক দিক আগের সব রেকর্ড ছাড়িয়ে যায় ভারত। ওইদিন ভারতে গত ২৪ ঘন্টায় ৬ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়। ওইদিন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ৩ লাখ ৫৯ হাজার ৬৯৫। বুধবার পর্যন্ত দেশটিতে মারা যায় ৩ লাখ ৫৩ হাজার ৫৫৭ জন।

করোনায় শনাক্ত

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ি ভারতে রবিবার পর্যন্ত ২ কোটি ৯৪ লাখ ২৪ হাজার ৬ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। শনিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ২ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৩৩। এই হিসেবে দেশটিতে গত ২৪ ঘন্টায় ৬৫ হাজার ৯৭৮ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

শুক্রবার (১১ জুন) পর্যন্ত দেশটিতে করোনায় শনাক্ত হয়েছেন ২ কোটি ৯২ লাখ ৭৩ হাজার ৩৩৮ জন। এই হিসেবে শনিবার গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত  হিসেবে শনাক্ত হন ৮৪ হাজার ৬৯৫ জন। বৃহস্পতিবার (১০ জুন) পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছিলেন ২ কোটি ৯১ লাখ ৮২ হাজার ৭২ জন। এই হিসেবে শুক্রবার গত ২৪ ঘন্টায় ৯১ হাজার ২৬৬ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় শনাক্ত হন ৯৩ হাজার ৮৯৬ জন।

করোনায় সুস্থ

ভারতে রবিবার পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৪৪ জন। শনিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ২ কোটি ৭৯ লাখ ১ হাজার ৬৮৮। শুক্রবার পর্যন্ত সুস্থ হয়েছিলেন ২ কোটি ৭৭ লাখ ৭৮ হাজার ৮৯৪ জন। বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ হন ২ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ২২৫ জন। 

 

Link copied!