বিশ্বে মৃত্যু ৫৬ লাখ ১৪ হাজার, শনাক্ত ৩৫ কোটি ৮০ লাখ

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৬, ২০২২, ১১:২৬ এএম

বিশ্বে মৃত্যু ৫৬ লাখ ১৪ হাজার, শনাক্ত ৩৫ কোটি ৮০ লাখ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৫৬ লাখ ১৪ হাজারের বেশি মানুষ। একইসঙ্গে শনাক্ত হয়েছেন ৩৫ কোটি ৮০ লাখের উপরে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ১০ হাজার ১৯৮ জন এবং শনাক্ত হয়েছেন ৩৪ লাখ ৮৪ হাজার ৮১৯ জন।

এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৮ হাজার ১৫ জন এবং শনাক্ত হয়েছেন ৩৫ লাখ ৭০ হাজার ৪০৬ জন।

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ৩৫ কোটি ৮০ লাখ ২৬ হাজার ১১০ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৫৬ লাখ ১৪ হাজার ১৪২ জন।

এতে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন ৭ কোটি ২১ লাখ ৭১ হাজার ২০৮ জন এবং মারা গেছেন ৮ লাখ ৭১ হাজার ৯৩৭ জন।

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ২০২ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৯০ হাজার ৪৬২ জন।

মৃত্যুর দিক থেকে দ্বিতীয় ও সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছেন ২ কোটি ৪৩ লাখ ৪২ হাজার ৩২২ জন এবং মারা গেছেন ৬ লাখ ২৪ হাজার ১২৯ জন।

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৯৮৫ কোটি ২ লাখ ৯৪ হাজার ৪২৩ ডোজ।

Link copied!