গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনাতে নতুন রোগী ও শনাক্তের হার বেড়েছে। তবে কমেছে মৃত্যু।
স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় (৫ মার্চ সকাল ৮টা থেকে ৬ মার্চ সকাল ৮টা) করোনাতে নতুন করে শনাক্ত হয়েছেন ৫২৯ জন আর মারা গেছেন আটজন।
গতকাল শনিবার ৩৬৮ জন নতুন রোগী আর ১৩ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার দুই দশমিক ৬৩ শতাংশ, গতকাল যা ছিল দুই দশমিক ১১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, নতুন শনাক্ত হওয়া ৫২৯ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাতে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৪৭ হাজার ২৬৬ জন আর মারা যাওয়া আটজনকে নিয়ে দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৯ হাজার ৮৫ জন।
করোনাতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৩৪০ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৪৩ হাজার ৩৩৮ জন।