ভারতে করোনারোগী ২ কোটি ছাড়াল

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২১, ০৬:৫৭ পিএম

ভারতে করোনারোগী ২ কোটি ছাড়াল

ভারতে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা বেড়েই চলেছে। অনেকটা লাফিয়ে লাফিয়ে বাড়ার মতো অবস্থা দেশটিতে। এই সংখ্যা বাড়তে বাড়তে মঙ্গলবার (৪ মে) পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেলো।

করোনায় শনাক্ত:

গত ১৫ এপ্রিল থেকেই একদিনে শনাক্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়ে যেতে শুরু করে। তবে ২০ এপ্রিল থেকে এই সংখ্যা ৩ লাখ  ছাড়িয়ে যায়। সবশেষ শনিবার (১ মে) দেশটিতে ছিল সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। তবে গত দুই-তিনদিন ধরে দৈনিক শনাক্তের সংখ্যা কমতে থাকে।

করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৪ মে) সকাল ১১ টা পর্যন্ত (বাংলাদেশ সময় গত ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ২২৯জন। এই নিয়ে দেশটিতে এখন মোট করোনারোগী ২ কোটি ২ লাখ ৮২ হাজার ৮৩৩ জন।

ভারতে বেশ কয়েকদিন ধরে লাফিয়ে লাফিয়ে বাড়ার পর গত দুই-তিনদিন ধরে কমতে শুরু করে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা। শনিবার (১ মে) ৪ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে  গিয়েছিল।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের বরাত দিয়ে দৈনিক আনন্দবাজার জানায়, শনিবারে গত ২৪ ঘন্টায় ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন আক্রান্ত হয়। এর মধ্য দিয়ে একদিনে আক্রান্তের দিক দিয়ে বিশ্বরেকর্ড সৃষ্টি করে ভারত। দেশটিতে ওইদিন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হয়েছিল ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন।

রবিবার (২ মে) একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৩ লাখ ৯২ হাজার, সোমবার (৩ মে) গত ২৪ ঘন্টায় শনাক্ত হন প্রায় ৩ লাখ ৬৮ হাজার।   মঙ্গলবার(৪ মে) দেশে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৭ হাজার ২২৯জন। সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ছাড়িয়ে গেল। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছিল গত ১৯ ডিসেম্বর।

করোনায় মৃত্যু:

করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা কমে আসার পাশাপাশি দেনিক মৃত্যুর সংখ্যাও কমে আসছে। দেশটিতে দৈনিক মৃতের সংখ্যা মঙ্গলবার সাড়ে তিন হাজারের নীচে নেমেছে। মঙ্গলবার(৪ মে) গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে মারা গেছেন ৩ হাজার ৪৪৯ জন।। এই নিয়ে দেশটিতে এখন  পর্যন্ত করোনাভাইরাসে প্রাণ হারিয়েছেন ২ লাখ  ২২ হাজার ৪০৮ জন। সেই সঙ্গে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছেছে ৩৪ লাখ ৪৭ হাজার ১৩৩-এ।

রাজ্যগুলোর অবস্থা:

ভারতের মহারাষ্ট্র, দিল্লি, গুজরাতের মতো রাজ্যগুলিতে কিছুটা হলেও দৈনিক আক্রান্তের সংখ্যা গত কয়েক দিন ধরে সামান্য কম। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৫০ হাজারের নীচে নেমেছে।

দিল্লিতেও বেশ কয়েক দিন পর আক্রান্তের সংখ্যা নেমেছে ২০ হাজারের নীচে। এই পরিস্থিতিতেই দেশে চলছে করোনাভাইরাস  প্রতিরোধী টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা পেয়েছেন মাত্র ১৭ লক্ষ ৩৪ হাজার ৭১৪ জন।  এনিয়ে ভারতে  এ পর্যন্ত ১৫ কোটি ৮৯ লাখ মানুষকে টিকার ডোজ দেওয়া হয়েছে।

Link copied!