মনমোহন সিং করোনা আক্রান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৯, ২০২১, ১০:০৯ পিএম

মনমোহন সিং করোনা আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বিকাল ৫টায়  তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টটিউট অব মেডিক্যাল সায়েন্স (এইমস) এর ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। ৮৮ বছরের মনমোহনের ক্ষেত্রে ঝুঁকি বেশি। তাই বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি ভারতীয় গণমাধ্যম  ‘হিন্দুস্তান টাইমস’-কে জানিয়েছেন, একদল বিশেষজ্ঞ চিকিৎসক এই  কংগ্রেস নেতাকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল আছে। 

গত ৪ মার্চ দিল্লির এমস-এ গিয়ে সস্ত্রীক করোনা টিকার প্রথম ডোজ নেন মনমোহন। এর একমাসের মধ্যেই দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল তার। কিন্তু তার পর গত ২২ মার্চ দুই ডোজের মধ্যে ব্যবধান ৪ সপ্তাহ থেকে বাড়িয়ে ৮ সপ্তাহ করে দেয় সরকার। মনমোহন এবং তার স্ত্রী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন কি না, তা জানা যায়নি।

সাবেক প্রধানমন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে পশ্চিমবঙ্গের  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক টুইটে মনমোহনের আরোগ্য কামনা করেন। টুইটে তিনি লেখেন, ‘এই মাত্র খবর পেলাম যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহজি কোভিড পজিটিভ। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি’।

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীও মনমোহনের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন। তিনি লেখেন, ‘প্রিয় মনমোহনজি, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে আপনার পথপ্রদর্শন এবং পরামর্শ প্রয়োজন দেশের’।

কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী টুইটারে লেখেন, ‘মনমোহন সিংহজি এবং ওঁর পরিবারের জন্য প্রার্থনা করছি। ওঁকে অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। সর্বশক্তি দিয়ে লড়াই করে জিতুন উনি’।

উল্লেখ্য, সোমবার ভারতে ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ১,৬১৯ জন। একদিনে মৃত্যু তালিকায় ভারত এখন শীর্ষস্থানে রয়েছে।

 

সূত্র: আনন্দবাজার।

Link copied!