যুক্তরাষ্ট্র থেকে আসছে আরো ৮৯ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২২, ২০২১, ০৭:৩৩ এএম

যুক্তরাষ্ট্র থেকে আসছে আরো ৮৯ লাখ টিকা

করোনা ভাইরাসের টিকার বৈশ্বিক সহায়তা উদ্যোগ কোভ্যাক্সের আওতায় এবং যুক্তরাষ্ট্রের সহায়তায় আরো প্রায় ৮৯ লাখ টিকা পাবে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম মঙ্গলবার দিবাগত রাত (২২ সেপ্টেম্বর) ১২ টা ৫ মিনিটে তার ফেসবুক প্রোফাইলে এক স্ট্যাটাসে এই কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার স্ট্যাটাসে জানান, এই ৮৯ লাখ ডোজ টিকার মধ্যে ফাইজারের টিকা ৭১ লাখ যা যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দিচ্ছে। আর বাকী ১৮ লাখ ডোজ মডার্নার টিকা কোভ্যাক্সের নিয়মিত বরাদ্দ হিসেবে পাচ্ছে বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ট্যাটাস। 

তিনি আরো জানান, চলতি বছরের শেষ দিকে এই টিকার চালান দেশে এসে পৌঁছাতে পারে। একই সময়ে আরো কিছু টিকার বরাদ্দ আসতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।  

বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসময় যুক্তরাষ্ট্র এবং কোভ্যাক্স উদ্যোগকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এখন পর্যন্ত ৩ কোটি ৭৩ লাখ ১৫ হাজার ৭ ডোজ করোনা টিকার প্রয়োগ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরে বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসসের খবরে বলা হয়, টিকার প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ২৮ লাখ ২৭ হাজার ৩৭৩ জন এবং দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৫০ লাখ ২৫ হাজার ৯৭০ জন।

Link copied!