লকডাউনের দ্বিতীয় দিনে জনশূন্য রাজধানীর সড়ক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২, ২০২১, ০৮:৪৪ পিএম

লকডাউনের দ্বিতীয় দিনে জনশূন্য রাজধানীর সড়ক

আজ শুক্রবার, সরকারি ছুটির দিন। তার ওপর সকাল থেকে বৃষ্টি। এমন একদিনে চলছে কঠোর লকডাউন। স্বাভাবিকভাবেই রাজধানীর সড়ক ছিল জনমানব শূন্য। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এক-দুইটি যানবাহন ছাড়া দেখা মেলেনি কারো। এলাকার গলিগুলোও সকালে ছিল জনশূন্য।

রাজধানীর কারওয়ান বাজার মোড়ে সকাল থেকে কয়েকটি সরকারি যানবাহন চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া ব্যক্তিগত গাড়ি চোখে পড়েনি। তবে বরাবরের মতই সকালে কারওয়ান বাজারে ছিল পণ্যবাহী বিভিন্ন ট্রাক ও পিকআপ ভ্যান। সকাল থেকে সেগুলোর যাতায়াত ছিল এই এলাকায়। ছুটির দিন হলেও রাজধানীর চেকপোস্টগুলোতে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে পুলিশ সদস্যদের।

রাজধানীর বনানী থেকে জনশূন্য সড়ক। ছবি: দ্য রিপোর্ট
রাজধানীর বনানী থেকে জনশূন্য সড়ক। ছবি: দ্য রিপোর্ট

করোনায় দেশে গত ছয় মাসে মারা গেছে ৬ হাজার ৯৪৪ জন। আর বৃহস্পতিবার (১ জুলাই) এ যাবৎকালের সর্বাধিক ১৪৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে গত এপ্রিল থেকে জুন মাসে। দেশে শনাক্তের বিপরীতে এখনো পর্যন্ত মৃতের হার ১ দশমিক ৫৯ শতাংশ।

বনানীতে জনশূন্য সড়ক। ছবি: দ্য রিপোর্ট
বনানীতে জনশূন্য সড়ক। ছবি: দ্য রিপোর্ট

 

Link copied!