আজ শুক্রবার, সরকারি ছুটির দিন। তার ওপর সকাল থেকে বৃষ্টি। এমন একদিনে চলছে কঠোর লকডাউন। স্বাভাবিকভাবেই রাজধানীর সড়ক ছিল জনমানব শূন্য। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এক-দুইটি যানবাহন ছাড়া দেখা মেলেনি কারো। এলাকার গলিগুলোও সকালে ছিল জনশূন্য।
রাজধানীর কারওয়ান বাজার মোড়ে সকাল থেকে কয়েকটি সরকারি যানবাহন চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া ব্যক্তিগত গাড়ি চোখে পড়েনি। তবে বরাবরের মতই সকালে কারওয়ান বাজারে ছিল পণ্যবাহী বিভিন্ন ট্রাক ও পিকআপ ভ্যান। সকাল থেকে সেগুলোর যাতায়াত ছিল এই এলাকায়। ছুটির দিন হলেও রাজধানীর চেকপোস্টগুলোতে কঠোর অবস্থানে থাকতে দেখা গেছে পুলিশ সদস্যদের।
করোনায় দেশে গত ছয় মাসে মারা গেছে ৬ হাজার ৯৪৪ জন। আর বৃহস্পতিবার (১ জুলাই) এ যাবৎকালের সর্বাধিক ১৪৩ জনের মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে গত এপ্রিল থেকে জুন মাসে। দেশে শনাক্তের বিপরীতে এখনো পর্যন্ত মৃতের হার ১ দশমিক ৫৯ শতাংশ।