১৫ থেকে ২২ জুলাই বিধিনিষেধ শিথিল হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৩, ২০২১, ০৫:২৮ এএম

১৫ থেকে ২২ জুলাই বিধিনিষেধ শিথিল হচ্ছে

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে চলমান  বিধিনেষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। সোমবার (১২ জুলাই) তথ্য অধিদফতরের এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।

প্রধান তথ্য কর্মকর্তার বরাত দিয়ে তথ্য বিবরণীতে আরও জানানো হয়, তবে আগামী ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি করা হবে।

এতে আরও বলা হয়, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল (মঙ্গলবার) প্রজ্ঞাপন জারি করা হবে। আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে।

কোন কোন বিষয়ে শিথিলতা আসবে সেই বিষয়ে তথ্যবিবরণীতে কিছু বলা হয়নি।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, ঈদুল আজহাকে সামনে রেখে আগামী ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে সব ধরনের গণপরিবহন। একইসঙ্গে খুলবে দোকানপাট-শপিংমল, সেক্ষেত্রেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

আগামী ২১ জুলাই (বুধবার) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

Link copied!