২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ২৩৯

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৪, ২০২২, ১১:৩৩ পিএম

২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ২৩৯

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল তিন। এছাড়া একই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২৩৯ জনের শরীরে, যা আগের দিন ছিল ২৩৩। অন্যদিকে, আগের দিন নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ছিল ১ দশমিক ৮৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা কিছুটা কমে হয়েছে ১ দশমিক ৭৫ শতাংশ।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. জাকির হোসেন খানের সই করা কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তির তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি মিলিয়ে ৮৭৮টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৫৯টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ৬৬২টি।

এসব ল্যাবে পরীক্ষার জন্য দেশের বিভিন্ন বুথ থেকে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৬৩৫টি নমুনা সংগ্রহ করা হয়েছিল। আগের দিনেরসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৬৬৭টি। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হলো ১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৪০৪টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯০ লাখ ৭৮ হাজার ২৩৪টি। আর বেসরকারি ব্যবস্থাপনায় নমুনা পরীক্ষার সংখ্যা ৪৫ লাখ ৭৩ হাজার ১৭০টি।

Link copied!