ওমিক্রন শনাক্ত হওয়া দুই নারী ক্রিকেটার ভালো আছেন। এবং নতুন করে আর কারও শরীরে কোভিডের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে এমন খবর পাওয়া যায়নি। রবিবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক একথা জানিয়েছেন।
রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।
এসময় মন্ত্রী, যারা এখনো করোনা প্রতিরোধী টিকা নেয়নি তাদের দ্রুত টিকা নেয়ারও আহবান জানান।
এর আগে, শনিবার (১১ ডিসেম্বর) প্রথম দুইজনের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের দেহে নতুন এই ধরন পাওয়া যায়। ওমিক্রনে আক্রান্তরা হোটেল সোনারগাঁওয়ে আইসোলেশনে আছেন।
গত ২৪ নভেম্বর আফ্রিকা মহাদেশের বতসোয়ানায় প্রথম করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। এরপর দ্রুতগতিতে আফ্রিকা, ইউরোপ ও আমেরিকায় এ ধরন ছড়িয়ে পড়ে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও দক্ষিণ আফ্রিকার গবেষকরা বলছেন, ওমিক্রনে এখন পর্যন্ত কারও প্রাণহানি হয়নি। ওমিক্রনে প্রাণহানি হয়নি বলে বসে থাকার অবকাশ নেই। কেননা এটি ভয়ংকর রোগ এবং মানুষের দেহে দ্রুত ছড়াতে পারে।