করোনা ভাইরাসের নতুন ধরন ওমক্রিনের বিরুদ্ধে করোনা টিকার তৃতীয় ডোজ কার্যকর বলে দাবী করেছে মার্কিন টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার বায়োএনটেক। বুধবার (৮ ডিসেম্বর) ফাইজার-বায়োএনটেক এক বিবৃতিতে এ দাবি করেছে।
বিশ্বজুড়ে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। বিশ্বের অনেক দেশেই ওমিক্রন শনাক্ত হয়েছে। করোনার নতুন ধরনের বিরুদ্ধে টিকা কতটুকু কার্যকরী, এ নিয়ে রয়েছে সংশয়। এমন পরিস্থিতিতে ফাইজারে এমন আশাবাদ প্রকাশ করলো।
ফাইজার-বায়োএনটেক বিবৃতিতে জানিয়েছে, “টিকার তৃতীয় ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকরী এটি ল্যাবে পরীক্ষিত হয়েছে। প্রয়োজনে আগামী বছরের মার্চে ওমিক্রনের বিরুদ্ধে আরও কার্যকরী টিকা আনা হবে।”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “তাদের করোনা টিকার প্রথম দুই ডোজ তুলনামূলক কম হারে অ্যান্টিবডি সক্রিয় করছে। তবে তৃতীয় ডোজটি অ্যান্টিবডির পরিমাণ বাড়িয়ে দেবে। ওমিক্রন শনাক্ত হয়েছে এমন ব্যক্তিদের দেহে বুস্টার ডোজ দেওয়ার মাসখানিক পর সংগৃহীত রক্তের নমুনা পরীক্ষায় বিষয়টি দেখা গেছে।”
এদিকে, করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে টিকাগুলোর কাজ করা উচিত বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন কর্মকর্তা।
উল্লেখ্য, গত মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। গত ২৬ নভেম্বর করোনার এই নতুন ধরনকে ‘উদ্বেগজনক ধরন’ বলে উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।