জার্মানি নাকি স্পেন- কার ঝুলিতে যাবে আজ জয়ের খেতাব?

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৭, ২০২২, ০৩:০১ পিএম

জার্মানি নাকি স্পেন- কার ঝুলিতে যাবে আজ জয়ের খেতাব?

আরেকবার গ্রুপপর্ব থেকে বিদায়ের শঙ্কা জার্মানির সামনে। জাপানের কাছে ২-১ গোলের অভাবনীয় হারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

কাতার বিশ্বকাপের হাইভোল্টেজ এক লড়াই মাঠে গড়াচ্ছে আজ রবিবার। মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন আর জার্মানি। দোহার আল বাইত স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে 'ই' গ্রুপের ম্যাচটি।

গতবারও আগেভাগে বিদায় হয়েছিল। আরও একবার গ্রুপপর্ব থেকে বিদায়ের শঙ্কা জার্মানির সামনে। জাপানের কাছে ২-১ গোলের হারে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে চারবারের চ্যাম্পিয়নরা। ফলে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। একটি হার কিংবা ড্রও বিদায়ঘণ্টা বাজিয়ে দিতে পারে তাদের।

অন্যদিকে কোস্টারিকাকে ৭-০ গোলে গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু করেছে তারুণ্যনির্ভর স্পেন। গাভি, ফেরান তোরেস, পেদ্রির মতো উঠতি তারকাদের নিয়ে গড়া দলটি বিশ্বকাপে নিজেদের সবচেয়ে বড় জয়টিই পেয়েছে এবার।

তবে পরিসংখ্যান বলছে, মুখোমুখি লড়াইয়ে সব মিলিয়ে এখনও স্পেনের থেকে এগিয়ে রয়েছে জার্মানরা। দুই দল একে অপরের বিপক্ষে খেলেছে ২৫ ম্যাচ। জার্মানি জিতেছে ৯ বার, স্পেনের জয় ৮টি। বাকি ৮ ম্যাচ হয়েছে ড্র।

ফিফা র‌্যাংকিংয়ে আবার এগিয়ে স্পেন। স্প্যানিশদের র‌্যাংকিং ৭ আর জার্মানি আছে ১১ নম্বর অবস্থানে।

Link copied!