ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান সেনাপ্রধানের

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৭, ২০২৩, ১১:৫২ পিএম

ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান সেনাপ্রধানের

ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সেনাপ্রধান বলেন, সরকার ক্যাডেটদের জন্য প্রচুর অর্থ খরচ করে। এ সুযোগটাকে কাজে লাগাতে হবে।

শুক্রবার ঝিনাইদহ ক্যাডেট কলেজে এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ক্যাডেটদের সঙ্গে আগামীর বাংলাদেশ সম্পর্কিত। কাজেই তোমাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

সেনাবাহিনী প্রধান ক্যাডেট কলেজ প্রাঙ্গনে পৌঁছালে প্রাক্তন এবং বর্তমান ক্যাডেটের নিয়ে গঠিত একটি দল কুচকাওয়াজের মাধ্যমে তাঁকে অভিবাদন জানান।

এ সময় সেনাবাহিনী প্রধান প্রাক্তন ছাত্রদের সাথে মতবিনিময়, পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত মধ্যাহ্নভোজ এবং দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালাতে অংশগ্রহণ করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম, বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম,  জি এবং জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।

অনুষ্ঠানে ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্ররা, স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্থানীয় বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষক, ছাত্ররা উপস্থিত ছিলেন।

Link copied!