নারী ফুটবল লিগ শুরু ২৭ এপ্রিল

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৪, ০৭:২৫ পিএম

নারী ফুটবল লিগ শুরু ২৭ এপ্রিল

২৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে মহিলা প্রিমিয়ার ফুটবল লিগের খেলা। সকাল ও বিকালে ২টি করে ম্যাচ রাখা হয়েছে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠেয় লিগের দলগুলো হলো- নাসরিন স্পোর্টস একাডেমি, বাংলাদেশ আর্মি স্পোর্টস ক্লাব, আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, সিরাজ স্মৃতি সংসদ, উত্তরা ফুটবল ক্লাব, ঢাকা রেঞ্জার্স, জামালপুর কাচারিপাড়া একাদশ ও জামালপুর সদ্যপুষ্করনী স্পোর্টিং ক্লাব। 

টুর্নামেন্টের শুরুতেই দুই ভাই গোলাম রব্বানী ও গোলাম রায়হানের লড়াই। সাবেক জাতীয় দলের কোচ গোলাম রব্বানী রয়েছেন আর্মি দলের দায়িত্বে। অন্যদিকে আতাউর রহমান ভূঁইয়া মানিক কলেজ দলের কোচের দায়িত্বে গোলাম রায়হান। এই ম্যাচটি শুরু হবে বেলা পৌঁনে চারটায়। তবে তার আগে সকাল সাড়ে নয়টায় খেলবে ফরাশগঞ্জ ও উত্তরা ফুটবল ক্লাব। ফি দিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি দলকে অংশগ্রহন বাবদ ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া চ্যাম্পিয়ণ দল ৫ ও রানার্সআপ দল পাবে ৩ লাখ টাকা। জাতীয় দল ও বয়স ভিত্তিক দলের খেলোয়াড়রা থাকায় এবার লিগ বেশ লড়াই হবে বলে মনে করেন জাতীয় দল ও নাসরিন স্পোর্টস একাডেমির অধিনায়ক সাবিনা খাতুন। 

শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সাফ অনুষ্ঠিত ১৯ ও ১৬ চ্যাম্পিয়ন দলের বেশ ক’জন খেলোয়াড় এবারের লিগে অংশ নিচ্ছে। তাই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ হবে।’

Link copied!