গুরুজনেরা বলেন, মরিচ খেলে বুদ্ধিমত্তা তীক্ষ্ণ হয়। বাড়ে চোখের জ্যোতি। কিন্তু তাই বলে দৈনিক ১ কেজি মরিচ? হ্যাঁ এমনটাই ঘটেছে। ঘটিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার বাসিন্দা শেখর সিকদার। তিনি দৈনিক অন্তত ১ কেজি করে মরিচ খেয়ে থাকেন বলে জানা গেছে। ওই যুবকের ধারণা, দৈনিক মরিচ খেলে চেহারায় বার্ধক্যের ছাপ পড়ে না। তীক্ষ্ণ হয় চোখের জ্যোতি।
প্রথমদিকে বিষয়টাকে কেউ গুরুত্ব দেয়নি। পরবর্তীতে শেখর সিকদারের এমন আজগুবি কাণ্ড মরিচ বিক্রেতাদের মনে জিজ্ঞাসার জন্ম দেয়। ধীরে ধীরে অনুসন্ধানে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা।
শেখরের এই অদ্ভুত অভ্যাসের বিষয়ে তার মা বলেন, ‘আমরা একসময় বাংলাদেশে থাকতাম। সেখানে ছিল অনেক বড় সংসার। শেখরের দুই বছর বয়সে একবার ঢেঁকিতে শুকনা মরিচ গুঁড়ো করে ঘরে রেখে দিয়েছিলাম। তখন হামাগুড়ি দিয়ে এসে সেসব মরিচ বের করে গায়ে মেখে বসে শেখর। পরে দুধ-দই-ঘোল ঢেলে তাকে পরিষ্কার করা হয়। সবাই তখন কাঁদলেও শেখর ঠিকই হাসছিল। এরপর থেকেই সে একটি-দুটি করে মরিচ খাওয়া শুরু করে। ধীরে ধীরে এটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়।’
নিজের অদ্ভুত অভ্যাসের বিষয়ে শেখর বলেন, ‘আমার মতো মরিচ খাওয়ার ক্ষমতা পৃথিবীর কারও নেই। যদি কেউ আমার মতো মরিচ খেয়ে আমাকে টেক্কা দিতে পারেন, পুরস্কার হিসেবে আমি তাকে নগদ ৫০ হাজার রুপি দেবো।’
সূত্র: সংবাদ প্রতিদিন