দুবাই-বাংলাদেশে সরাসরি পণ্যবাহী জাহাজ চালু

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৭, ২০২২, ০২:১৫ এএম

দুবাই-বাংলাদেশে সরাসরি পণ্যবাহী জাহাজ চালু

প্রথমবারের মত দুবাই-বাংলাদেশ সমুদ্র পথে সরাসরি পণ্যবাহী জাহাজ চালু করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড। এরফলে এই পথে পরিবহনে কন্টিনারপ্রতি প্রায় ২০০ ডলার সাশ্রয় হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। রবিবার সাইফ পাওয়ারটেকের শতভাগ সাবসিডিয়ারি এবং দুবাইতে নিবন্ধিত সাইফ মেরিটাইম এলএলসি এডি পোর্ট গ্রুপের সাবসিডিয়ারি সাফিন ফিডারের সঙ্গে  এক চুক্তি স্বাক্ষর হয়েছে। 

কন্টিনারপ্রতি খরচ কমবে প্রায় ২০০ ডলার

জাহাজ ভাড়ার চুক্তিতে স্বাক্ষর করেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো রুহুল আমিন এবং এডি পোর্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জুমা আল শামিসি। চুক্তি অনুযায়ী, সাফীন ফিডারের তিনটি কন্টেইনারবাহী ফিডার জাহাজ ১৫ বছরের জন্য সাইফ মেরিটাইম পরিচালনা করবে। 

এ বিষয়ে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো রুহুল আমিন বলেন, এই চুক্তির ফলে আমদানি-রপ্তানিতে কন্টেইনার পরিবহনের সময় ১৮ থেকে ২০ দিনে নেমে আসবে। আগে এই রুটে পরিবহনে কমপক্ষে ৪৫ দিন সময় লাগতো।

তিনি আরো বলেন, 'এই তিন জাহাজে মাসে ১০,০০০ কনটেইনার পরিবহন করা যাবে। পাশাপাশি জাহাজ সরাসরি বাংলাদেশে আসবে তাই ব্যবসায়িদের পরিবহন খরচ কনটেইনার প্রতি ১৫০ থেকে ২০০ ডলার কমবে। এছাড়া এই রুট থেকে বিপুল পরিমাণে ফরেইন কারেন্সি আয় হবে।' 

ডিসেম্বরে বন্দরে আসবে জাহাজ

আগামী ডিসেম্বর মাসে এই তিনটি জাহাজ কনটেইনার নিয়ে বাংলাদেশের পোর্টে আসবে বলে জানান তিনি। সাইফ পাওয়ারটেক জানায়, কনটেইনার পরিবহন করে জাহাজ প্রতি কোম্পানিটির আয় ২০০ কোটি টাকা এবং মুনাফা হবে ২৫ কোটি টাকা।

এর আগে সাইফ পাওয়ারটেক এই পথে বাল্ক ক্যারিয়ার চালু করেছিল। বর্তমানে তিনটি বাল্ক ক্যারিয়ার চলছে। আরো ৫টি বাল্ক ক্যারিয়ার আগামী বছরের মার্চে যোগ দিবে।

Link copied!