টানা তিনদিন ধরে কমছে স্বর্ণের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক

এপ্রিল ২৫, ২০২৪, ১০:৪২ এএম

টানা তিনদিন ধরে কমছে স্বর্ণের দাম

প্রতীকী ছবি

টানা তিনদিন ধরে স্বর্ণের দাম কমছে। একদিনের ব্যবধানে দেশে স্বর্ণের দামে আরও কিছুটা কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভরিতে ৬৩১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারিত হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৬০ টাকা।

বুধবার (২৫ এপ্রিল) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বৃহস্পতিবার বিকেল তিনটা ৫০ মিনিট থেকেই স্বর্ণের নতুন এই দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১৩ হাজার ৫৬০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮ হাজার ৪০৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯২ হাজার ৯১৫ টাকা। এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭৪ হাজার ৮০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই নিয়ে আটদিনের ব্যবধানে দেশের বাজারে ছয়বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। চলতি এপ্রিলেই দাম সমন্বয় হয়েছে আটবার।

Link copied!