পাঁচটি দেশকে ফিরিয়ে দিয়ে ক্লাবই আপন করলেন জিদান

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২৩, ০৫:১৩ এএম

পাঁচটি দেশকে ফিরিয়ে দিয়ে ক্লাবই আপন করলেন জিদান

পাঁচটি দেশ থেকে পেয়েছিলেন কোচ হওয়ার প্রস্তাব। ব্রাজিল ও পর্তুগাল ফুটবল ফেডারেশন অনেক চেষ্টা করেছিল জিনেদিন জিদানকে জাতীয় দলের কোচ হিসেবে দেশে নিয়ে যেতে। রাজি হননি জিদান। তার ভাবনায় নেই এখন জাতীয় দলগুলো। আপাতত ক্লাবেই নিজের কোচিং ক্যারিয়ার চালিয়ে যেতে চান এই ফরাসি কিংবদন্তি। শোনা যাচ্ছে, য়্যুভেন্তাসের কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

খেলোয়াড় হিসেবে যেমন তাঁকে নিতে ক্লাবগুলো লড়াই করতো তেমনি এখন কোচ হিসেবেও জিদানকে নিয়ে চলছে কাড়াকাড়ি। কিন্তু দেড় বছরের বেশি সময় ধরে জিদান কোনো দলের দায়িত্বে নেই। এত প্রস্তাব পেয়েও যেন পায়ে ঠেলে দিচ্ছেন তিনি। রিয়াল মাদ্রিদকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানো এই হাইপ্রোফাইল কোচ কি ভাবনায় এমন অবস্থানে আছে তা এখন কৌতুহল তৈরি করছে।

২০১৬ সালে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিয়ে শুরু হয় যাত্রা। তার দীক্ষা নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয় স্প্যানিশ জায়ান্টরা। জিদানকে পেতে বড় বড় জাতীয় দল ও ক্লাবগুলোতে শুরু হয় লড়াই। 

গেল কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিল বিদায় নেয়ার পর পদত্যাগ করেন কোচ তিতে। তাঁর জায়গায় শুরুতেই নাম আসে জিনেদিন জিদানের। অন্যদিকে ফার্নান্দো সান্তোসের জায়গায় জিদানকে নিতে চেয়েছিল পর্তুগালও। এই ফরাসি কিংবদন্তীকে পেতে আগ্রহ দেখায় যুক্তরাষ্ট্র, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতও। কিন্তু সবাইকে নিরাশ করেন জিদান। পাঁচ দেশের ফেডারেশনকেই 'না' বলে দিয়েছেন জিদান।

শুরু হয় অনেক কল্পনা-জল্পনার। কেন এই সিদ্ধান্ত নিয়েছেন জিদান। শেষমেষ জানা গেল জিদানের লক্ষ্য কোন দিকে। ফরাসি জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্ন পূরণ না হওয়ায় ক্লাবেই মনোযোগী থাকতে চান জিদান। তাঁর ইচ্ছা খেলোয়াড় জীবনে যে দলের হয়ে মাঠ কাঁপিয়েছেন সেই দল য়্যুভেন্তাসের কোচ হওয়ার। কিন্তু সেই ইচ্ছাও পূরণ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কারণ বর্তমান কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিকে সরানোর কোনো ইচ্ছাই নেই য়্যুভেন্তাসের। 

Link copied!