প্রেসক্লাবে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্সের মালিক সস্ত্রীক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৬, ২০২২, ০২:১৬ এএম

প্রেসক্লাবে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্সের মালিক সস্ত্রীক গ্রেপ্তার

জাতীয় প্রেসক্লাব চত্বরে  নিজের গায়ে আগুন দিয়ে গাজী আনিস নামক ব্যক্তির নির্মম মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আমিন ম্যানুফাকচারিং কোম্পানির (হেনোলাক্স গ্রুপ) ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমিন ও পরিচালক ফাতেমা আমিনকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

গাজী আনিস কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামের বাসিন্দা। তিনি ঠিকাদারির ব্যবসা করেন বলে জানা গেছে। তিনি কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগ শাখার সাবেক সভাপতি। ১৯৯৩ সালে জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য তিনি। গাজী আনিস কুষ্টিয়া শহরে ভাড়া বাসায় থাকতেন। তাঁর পরিবার যশোরে থাকেন।

এর আগে, সোমবার (৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের ভেতরে গাজী আনিস গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়েছে। গুরুতর দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।

Link copied!