বাংলাদেশের হাত ধরে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

স্পোর্টস প্রতিবেদক

জানুয়ারি ১৪, ২০২৩, ০৩:২৪ পিএম

বাংলাদেশের হাত ধরে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথমবার হতে যাওয়া এই আসরের সাক্ষী হবে বাংলাদেশের মেয়েরা। ৪১ ম্যাচের টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই শক্তিশালী অস্ট্রেলিয়ার সাথে লড়তে মাঠে নামছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে অবস্থিত উইলোমুর পার্কে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-বাংলাদেশ। 

শনিবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টায় নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের যাত্রা শুরু হবে। ফাইনাল দিয়ে ২৯ জানুয়ারি শেষ হবে এই বৈশ্বিক আসর। 

চারটি গ্রুপের মধ্যে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। গ্রুপপর্বে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। ১৬ জানুয়ারি শ্রীলঙ্কা এবং ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে ইয়াং টাইগ্রেসরা। ম্যাচগুলো হবে পচেফস্ট্রুম ও বেনোনির চারটি ভেন্যুতে। এ দুটি শহরে ২০২০ সালে আয়োজিত হওয়া ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের অধিনায়ক দিশা বিশ্বাস বলেন, 'ভাইয়ারা (বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব- ১৯ দল) যেভাবে সফল হয়েছে, আমাদেরও সেভাবেই প্রস্তুত করা হয়েছে। তারা যেহেতু সফল হতে পেরেছে, তার মানে আমরাও পারব। তবে বলছি না যে, ও রকম হবে বা ও রকম হবে, তবে আশা করছি ভালো কিছু হবে। বলছি না যে, চ্যাম্পিয়ন হয়ে যাব, তবে সবাই মিলে চেষ্টা করব ভালো করার।'

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল:

দিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তার (সহ-অধিনায়ক), রাবেয়া খান, মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানী, রিয়া আক্তার, সুমাইয়া আক্তার, আফিয়া হুমাইরা, উন্নতি আক্তার, দীপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন, জান্নাতুল মাওয়া, মোছাম্মৎ ইভা।

স্ট্যান্ডবাই: সুবর্ণা কর্মকার, নিশিতা আক্তার, রাবেয়া খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস।

Link copied!