১৩ ধরনের পণ্যে শুল্ক প্রত্যাহার চায় আসবাব শিল্প মালিক সমিতি

নিজস্ব প্রতিবেদক

জুন ৪, ২০২২, ০৪:৩১ এএম

১৩ ধরনের পণ্যে শুল্ক প্রত্যাহার চায় আসবাব শিল্প মালিক সমিতি

প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে আগামী ২০২২–২৩ অর্থবছরের বাজেটে ১৩ ধরনের কাঁচামাল আমদানির ওপর থেকে সম্পূরক শুল্ক (সাপ্লিমেন্টারি ডিউটি–এসডি) ও নিয়ন্ত্রণমূলক শুল্ক (রেগুলেটরি ডিউটি–আরডি) প্রত্যাহার চায় বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি।  সমিতি বলছে, আসবাবশিল্পের কাঁচামালগুলো দেশে উৎপাদিত হয় না। তাই কাঁচামাল আমদানির ক্ষেত্রে এসডি ও আরডি থাকায় দেশে উৎপাদন খরচ বৃদ্ধি পায়। ফলে আসবাবের দাম বেড়ে যায়। এতে দেশের আসবাব খাত আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। একদিকে আসবাব আমদানি বেড়ে যায়, অন্যদিকে প্রবল প্রতিযোগিতার মুখে পড়ে আসবাব রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো।

আসবাব শিল্প মালিক সমিতির তথ্য অনুযায়ী দেশে এখন আসবাবের সাত হাজার কোটি টাকার বাজার রয়েছে। আর এই খাতে ২৫ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে। আমদানিবিকল্প শিল্প হিসেবে এই খাত বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে।

আসবাব শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান বলেন, দেশের আসবাব খাতে প্রচুর ছোট ছোট প্রতিষ্ঠান রয়েছে। ব্র্যান্ডের আসবাবও তৈরি করছে কিছু প্রতিষ্ঠান। সে জন্য বিদেশ থেকে খুবই কম পরিমাণে আসবাব আমদানি হয়। দেশীয় প্রতিষ্ঠানগুলোকে পণ্য তৈরির জন্য কাঁচামাল আমদানি করতে হয়। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি ও ডলারের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। এই পরিস্থিতিতে কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহার না করা হলে অনেক ছোট ছোট প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। তাতে বহু লোকের কর্মসংস্থান ঝুঁকিতে পড়তে পারে।

Link copied!