বৃষ্টির পেটে প্রথম টি টোয়েন্টি

ক্রীড়া ডেস্ক

জুলাই ৩, ২০২২, ০৯:২১ এএম

বৃষ্টির পেটে প্রথম টি টোয়েন্টি

ডোমিনিকার উইন্ডসর পার্কে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি ফলাফলশূন্য শেষ হয়েছে। প্রথমে ১৬ ওভারে নামিয়ে আনা হয়। ১ ঘন্টা ৪০ মিনিটে শুরু হয় খেলা। এরপর আবার বৃষ্টির জন্য ১৪ ওভারে করা হয় ম্যাচ। বাংলাদেশ ১৩ ওভার ব্যাটও করে। তারা ৮ উিইকেটে ১০৫ রান তুলেছিল। আবার বৃষ্টি আসলে আর খেলা শুরু না করে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। 

আজ রবিবার ৩ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে। আর সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। বৃষ্টির জন্য সিরিজ এখনো ০-০ তে রয়েছে। 

 বাংলাদেশের ওপেনার মুনিম শাহরিয়ার ২ রানে আউট হন। এনামুল হক বিজয় ফেরেন ১৬ রানে। সাকিব দলীয় সর্বোচ্চ ২৯ করেন ১৫ বলে। নুরুল হাসান ১৬ বলে ২৫ করে দলকে কক্ষপথে রাখার চেষ্টা করেন। 

ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড ২১ রানে ৩ উইকেট নেন। 

Link copied!