ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত রোগীর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর কিছুই জানে না!

নিজস্ব প্রতিবেদক

মে ২৫, ২০২১, ০৮:১৯ পিএম

ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত রোগীর বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর কিছুই জানে না!

দেশে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া দুইজনের শরীরে ভারতের বিরল ছত্রাকজনিত ‘ব্ল্যাক ফাঙ্গাস’ (কালো ছত্রাক) শনাক্ত হলেও এবিষয়ে কিছুই জানে না স্বাস্থ্য অধিদপ্তর। এমনটিই জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ স্বাস্থ্য পরিসেবা বিষয়ক সর্বোচ্চ প্রশাসনিক কার্যালয়-স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মঙ্গলবার (২৫ মে) সকালে গণমাধ্যমে বলেন, ‘দেশে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হওয়ার কোনো তথ্য আমরা এখনো পাইনি। তবে আমাদের প্রস্তুতি রয়েছে। আমাদের বিশেষজ্ঞরাও করনীয় নির্ধারণ করছেন। শিগগিরই রোগটির চিকিৎসা ও ব্যবস্থাপনা নিয়ে আমরা গাইডলাইন দেব।’

এর আগে, ‘ব্ল্যাক ফাঙ্গাস’ (কালো ছত্রাক) আক্রান্ত হয়ে দেশে প্রথমবারের মতো বাংলাদেশে একজনের মৃত্যু হয়েছে বলে জানায় রাজধানীর বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কৃর্তৃপক্ষ জানায় তিন দিন আগে রাজধানীর বারডেম হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়।

মঙ্গলবার (২৫ মে) সকালে বারডেম হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক এম দেলোয়ার হোসেন গণমাধ্যমে বলেন, পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, মৃত ওই ব্যক্তি মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন।

অধ্যাপক দেলোয়ার হোসেন আরও বলেন, ‘তিনি অনিয়ন্ত্রিত ডায়বেটিসে আক্রান্ত ছিলেন, কিডনির সমস্যাও ছিল তার। তিনি কোভিডে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছিলেন। চিকিৎসার সময় বোঝা যায়নি যে তিনি মিউকোরমাইকোসিসে আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর এটা জানা গেছে।’

এর আগে, হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ৮ মে ৪৫ বছর বয়সী এক রোগীর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর গত ২৩ মে ৬০ বছর বয়সী আরেক জনের শরীরেও ধরা পড়ে রোগটি। তারা দুজনেই আক্রান্ত হলে চিকিৎসার পর করোনামুক্ত হন । এনিয়ে দেশে এপর্যন্ত ৩জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

এদিকে, ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন বলা হয়, বর্তমানে ভারতে কমপক্ষে ৭ হাজার ২৫০ জন এই রোগে আক্রান্ত। মহারাষ্ট্রে এখন ২ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন। গুজরাটে রয়েছেন প্রায় ১,২০০ জন। দেশটির অন্তত ৯টি রাজ্য এখন এই সংক্রমণকে মহামারী হিসাবে ঘোষণা করেছে বলেও ওই গণমাধ্যমের খবরে বলা হয়।  

অন্যদিকে, ভারতে কতজন মানুষ ব্ল্যাক ফাঙ্গাসের কারণে মারা গিয়েছে, তা সরকারিভাবে জানানো না হলেও হিন্দুস্তান টাইমসের মতে, ব্ল্যাক ফাঙ্গাসে অন্তত ২১৯ জন মারা গিয়েছেন।

Link copied!