এসে গেল ‘রোবট উকিল’, মামলা লড়বে আদালতে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৮, ২০২৩, ০৫:৫০ পিএম

এসে গেল ‘রোবট উকিল’, মামলা লড়বে আদালতে

মানুষের বিকল্প হিসেবে কিছু প্রতিষ্ঠানে রোবট ব্যবহারের কথা আগেই জানা গেছে। রোবটকে এখন কৃত্রিম বুদ্ধিমত্ত্বা সম্পন্ন হিসেবে তৈরি করায়, মানুষের বিকল্প হিসেবে নিয়োগ করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্ত্বার রোবট।

যুক্তরাষ্ট্রের একটি আইনী প্রতিষ্ঠানে আইনজীবী হিসেবে রোবট নিয়োগের কথা চলছিল আগে থেকেই। আদালতে নিজের মক্কেলের হয়ে সওয়াল-জবাব করার ব্যাপারটি অবিশ্বাস্য মনে হতে পারে। কল্পনা নয়, এমনটি হতে চলেছে দেশটিতে।

ফেব্রুয়ারিতে আমেরিকার আদালতে আইনি পরামর্শদাতার ভূমিকায় দেখা যেতে পারে 'রোবট আইনজীবী'কে। তবে আদালতে আইনজীবীব বেশে আসবে না কোনো রোবট। বরং আইনজীবীর কাজ চালাবে 'ডুনটপে' নামে একটি অ্যাপ। যা থাকবে মক্কেলের স্মার্টফোনে।

এমনটা দাবি করেছে যুক্তরাজ্যের 'নিউ সায়েন্টিস্ট' পত্রিকা।

আমেরিকার কোন আদালতে কী মামলা লড়বে 'ডুনটপে' অ্যাপ, তা অবশ্য খোলসা করেনি একই নামের সংস্থাটি।

'নিউ সায়েন্টিস্ট' জানিয়েছে, এআই-চালিত ওই রোবট মামলার শুনানির সময় হাজির থাকবে তার মক্কেলের স্মার্টফোনে। ওই ফোনের মাধ্যমেই শুনানির সময়কার প্রশ্নোত্তর শুনে মক্কেলকে যথাযথ আইনি পরামর্শ দেবে সেটি। এতে মক্কেলের খরচও অনেক কমে যাবে।

উল্লখ্য, বিশ্বের প্রথম রোবট আইনজীবীর নাম ‘রস’। আইবিএমের বিশেষ কম্পিউটার ওয়াটসনের ওপর ভিত্তি করে এটি নির্মাণ করেছে টরেন্ট বিশ্ববিদ্যালয়। রোবটটিকে আইনী পেশায় নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রের আইনী সেবাদানকারী প্রতিষ্ঠান বেকারহোস্টেলার।

Link copied!