রবিবারের ফাইনালটিই রূপ নিল রিয়াল-বার্সা এল ক্লাসিকোতে

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ১৩, ২০২৩, ০৭:৫৯ পিএম

রবিবারের ফাইনালটিই রূপ নিল রিয়াল-বার্সা এল ক্লাসিকোতে

স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল বেতিসকে টাইব্রেকারে হারিয়ে ফাইনাল নিশ্চিত করলো বার্সেলোনা। শ্বাসরুদ্ধকর এ ম্যাচে পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে জয় পেলো বার্সা। রবিবারের ফাইনাল ম্যাচে রিয়াল মাদ্রিদ ও বার্সার মাঝে এল ক্লাসিকো দেখবে বিশ্ব।  

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ২টায় সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে অতিরিক্ত সময়সহ ১২০ মিনিটের খেলা ২-২ গোলে অমিমাংসিত থাকলে তা টাইব্রেকারে গড়ায়।

টাইব্রেকারের জয়ের এই খেলায় দুটি গোল ঠেকিয়ে দলকে ফাইনালে তুলে নায়ক বনে গেছেন বার্সেলোনার গোলরক্ষক টেন স্টেগান। বার্সেলোনার হয়ে টাইব্রেকারে গোল করেন- লেওয়ানডস্কি, ফ্র্যাঙ্ক কেসি, আনসু ফাতি এবং পেদ্রি।

পেনাল্টি শুট আউটে বেতিসের পক্ষে প্রথম দুটি শটে গোল করেন উইলিয়াম জোসে ও লরেন মোরন। কিন্তু পরে হুয়ানমি ও উইলিয়াম কারভালিয়োর শট দুটি ঠিক দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন বার্সার গোলরক্ষক। 

বৃহস্পতিবার সেমিফাইনালের লড়াইয়ে প্রথমার্ধে ৪০ মিনিটের মাথায় বার্সেলোনাকে এগিয়ে দেন পোলিশ তারকা  রবার্ট লেওয়ানডস্কি। দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করেন রিয়াল বেটিসের নাবিল ফেকির। ৯০ মিনিট শেষ হয় ১-১ ড্রতে। অতিরিক্ত সময়ে বার্সেলোনাকে এগিয়ে দিয়েছিলেন আনসু ফাতি। সেই গোলও শোধ করে দেন রিয়াল বেটিসের হয়ে খেলায় সমতা ফেরান লোরেন মরোন। ২-২ গোলে ১২০ মিনিট শেষ হলে টাইব্রেকারে গড়ায় খেলা।

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আগেই পৌঁছে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। এ বার ফাইনালে উঠল বার্সেলোনা। সেমিফাইনালে রিয়াল মাদ্রিদও পেনাল্টিতে জিতে ফাইনালে উঠেছিল। রবিবার সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা। 

গত বছর কোনো ট্রফি জিততে পারেনি বার্সেলোনা। এই বছর দলে বেশ কিছু নতুন ফুটবলার যুক্ত হয়েছে। এবার দেখা যাক কোচ হাভি হার্নান্দেজের নতুন খেলোয়াড়দের দল এ বছর ট্রফি নিতে পারে কি না। রিয়াল মাদ্রিদ যদিও ‘চিরশত্রু’ বার্সেলোনাকে ছাড় দিয়ে খেলবে না। ট্রফি পাওয়ার জন্য মরিয়া বার্সেলোনার হাতে স্প্যানিশ সুপার কাপের ট্রফি ওঠে কি না রবিবারের ফাইনালে সেটাই দেখার অপেক্ষায় সমর্থকরা।

Link copied!