হঠাৎ সুর পাল্টালো চীন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২২, ১০:২১ পিএম

হঠাৎ সুর পাল্টালো চীন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ১ ঘন্টা ৫০ মিনিট ধরে ফোনে কথা বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রায় দু’ঘন্টাব্যাপী এ ফোনালাপে বাইডেন রাশিয়ার উপর পশ্চিমাদের অবরোধ কর্মসূচির সঙ্গে যুক্ত হতে শিকে রাজি করানোর চেষ্টা করেছেন বলে জানিয়েছে বিবিসি। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কোন ধরণের অস্ত্র সহায়তা না দিতেও চীনের প্রতি আহবান জানিয়েছেন বাইডেন। ফোনালাপে কি কি বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে এখনো কোন কিছু জানায়নি হোয়াইট হাউজ।

ফোনালাপের বিষয়ে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট শি ওই ফোনালাপে ইউক্রেনের যুদ্ধের বিরুদ্ধে বেইজিংয়ের অবস্থানের কথা পূর্নব্যক্ত করেছেন। শি জিন পিং বলেছেন, “একটি রাষ্ট্রের সঙ্গে অপর রাষ্ট্রের কোন সমস্যা অবশ্যই সামরিক আঘাতের মাধ্যমে এতটা নৃশংস হতে পারে না। শান্তি এবং নিরাপত্তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়।”

বিশ্ব শান্তি রক্ষায় জো বাইডেনকে দায়িত্ব নেওয়ার আহবান জানিয়েছেন শি জিনপিং। তবে এই দায়িত্ব বলতে তিনি কি বাইডেনকে ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর পরোক্ষ কোন বার্তা দিয়েছেন কিনা, সে বিষয়ে স্পষ্ট করে কোন তথ্য কোন আন্তর্জাতিক গণমাধ্যম এখনো জানায়নি। বরাবরই চীনকে মনে করা হয় রাশিয়ার মিত্রদের মধ্যে অন্যতম।

ওদিকে, ইউক্রেনের চলমান সংকট নিয়ে ২০০০-০৪ মেয়াদে রাশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা মিখাইল কাসইয়ানোভ বলেছেন, শান্তি আলোচনাতে পুতিন খুব একটা বিশ্বাসী না। তবে ইউক্রেন যদি আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ অবস্থান নীতি গ্রহণ করে, যে নীতির আওতায় ইউক্রেন ন্যাটোর কিংবা ইউরোপীয় ইউনিয়ন-কারই সদস্য হবে না-এমন বিষয়ে সম্মতির পাশাপাশি যদি ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকার করে নেয়, তবে পুতিন হয়ত যুদ্ধ থামানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে মিখাইল বলেছেন, মূলত ক্রিমিয়া নিয়ে পুতিনকে বেশ সিরিয়াস মনে হয়েছে তার। তিনি মনে করেন, পুতিনের বিষয়ে কোন সন্দেহ করা মানে রাশিয়ান সেনাদের একত্রিত হতে আর একটু বেশি সময় দিয়ে ফেলা। যা তাদের বিচ্ছিন্ন অবস্থা থেকে একত্রিত হয়ে জোরালো আক্রমণ করতে সাহায্য করবে। আর রুশ বাহিনীকে রুশতে পশ্চিমারা যদি ইউক্রেনে ন্যাটো বা অন্যান্য কোন সামরিক জোটের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে হামলা চালায় তবে তা নিঃশন্দেহে বড় ধরণের যুদ্ধের দিকেই ঠেলে দেবে বিশ্বকে।   

Link copied!