শিরোপা জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ, আজ ফাইনাল

ক্রীড়া ডেস্ক

এপ্রিল ২, ২০২১, ০৯:২১ এএম

শিরোপা জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ, আজ ফাইনাল

 

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাাবডির ফাইনাল আজ। পাঁচ দলের টুর্নামেন্টের চার খেলায় জিতে সরাসরি ফাইনালে পৌঁছে গেছে স্বাগতিকরা। আজ সাতটায় শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে কেনিয়ার বিপক্ষে শিরোপা নির্ধারনী ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ফাইনালে ম্যাচে নামার আগে শিরোপা জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক ও কোচ।  

বাংলাদেশের অধিনায়ক তুহিন তরফদার : 

আলহামদুল্লিাহ। আমরা পাঁচ দলীয় টুর্নামেন্টের ফাইনালে উঠেছি। দলের সবাই ভাল খেলেছে। এর মধ্যে আরদুজ্জামান মুন্সি ভাই আহত হয়েছিলেন। এখন ভাল আছেন। আমাদের প্রত্যাশা ফাইনালের শিরোপা আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশনের হাতে তুলে দেবো। নেপালের বিপক্ষে আমরা ভাল খেলার চেষ্টা করেছি। শ্রীলংকার বিপক্ষে শতভাগ দিয়ে খেলে জয় পেয়েছি। আশাকরি ফাইনালে আমাদের সবাই শতভাগ উজাড় করে খেলবেন এবং শিরোপা জিতবেন। কেনিয়াকে আমরা যতটুকু হুমকি মনে করেছিলাম, তার চেয়ে বেশিই ছিল তারা। কারন তাদের উচ্চতাও আমাদের ভুগিয়েছে। শ্রীলংকার বিপক্ষে আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। অবশেষে জিতেছি। তাই শিরোপা নির্ধারনী ম্যাচেও আমরা জয় পেয়ে শিরোপা জিততে চাই। প্রতিপক্ষ যেই আসুক না কেন, আমরা তাদেরকে বড় ব্যবধানে হারাতে চাই।

বাংলাদেশের ভারতীয় কোচ সাজুরাম গয়াত : 

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি আয়োজন করায় আমি কাবাডি ফেডারেশনকে ধন্যবাদ জানাই। ফাইনাল ম্যাচের জন্য আমার দল প্রস্তুত। আমার দল সর্বাত্মক চেষ্টা করবে সেরা হতে। চ্যাম্পিয়নশিপ জেতার জন্য আত্মবিশ্বাস রয়েছে আমাদের। কেনিয়া অফেন্স ভেরি গুড। ডিফেন্স নট ভেরি গুড। শ্রীলংকাও মোটামুটি ভালো দল। আমাদের সর্বশক্তি দিয়ে শিরোপা জেতার চেষ্টা করবো। 

 

Link copied!