দিনভর তল্লাশি শেষে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের কথা জানালো সিবিআই

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৪, ০৫:২৮ পিএম

দিনভর তল্লাশি শেষে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্রের কথা জানালো সিবিআই

ছবি: সংগৃহীত

সন্দেশখালীতে চলেছে দিনভর সিবিআইয়ের তল্লাশি। মিলেছে অস্ত্রশস্ত্র। উদ্ধার হওয়া এসব অস্ত্রশস্ত্রের মধ্যে বিদেশি আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে পুলিশের ব্যবহারের রিভলবার পর্যন্তও আছে। কার্তুজ ও দেশীয় বোমাও আছে বলে জানানো হয়েছে।

দিনভর তল্লাশি শেষে রাত নয়টা ৫৪ মিনিটে সন্দেশখালী ছেড়ে যায় সিবিআই ও এনএসজি। ছবিসহ সংবাদ বিজ্ঞপ্তিতে সিবিআই জানিয়েছে, অস্ত্রের সঙ্গে সঙ্গে বেশ কিছু নথিও উদ্ধার হয়েছে। নথিতে কারাবন্দী তৃণমূল নেতা শাহজাহানের পরিচয়পত্রও আছে বলে জানানো হয়েছে।

তল্লাশি শেষে সন্ধ্যায় সিবিআই জানায়, তিনটি বিদেশি, একটি ভারতীয়ও কোল্ট সংস্থার তৈরি পুলিশের ব্যবহারের একটি রিভলভার, বিদেশে তৈরি একটি পিস্তল, একটি দেশি বন্দুক, ৯ মিলিমিটারের ১২০টি বুলেট, পয়েন্ট ৪৫ ক্যালিবারের ৫০টি কার্তুজ, ৯ মিলিমিটার ক্যালিবারের ১২০টি কার্তুজ, পয়েন্ট ৩৮০ কার্তুজ ৫০টি, পয়েন্ট ৩২ কার্তুজ আটটি উদ্ধার হয়েছে।

এর আগে কলকাতা হাইকোর্টের আদেশে সন্দেশখালী মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। চলতি বছরের ৫ জানুয়ারি এলাকার দাপুটে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে যান ইডি কর্মকর্তারা। কিন্তু শাহজাহান-সমর্থকদের হাতে নিগৃহীত হয়ে পালিয়ে আসেন তারা। নিরাপত্তার জন্য সেদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়।

কিছুদিন শান্ত থাকার পর ফেব্রুয়ারির শুরুতে এলাকার কয়েকজন তৃণমূল নেতার ‘অত্যাচারের’ প্রতিবাদে রাস্তায় নামেন সন্দেশখালীর নারীরা। এই আন্দোলনে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যেই তোলপাড় পড়ে যায়। মিনাখাঁ থেকে রাজ্য পুলিশ শাহজাহানকে গ্রেপ্তার করলেও আন্দোলন তখনও থেমে যায়নি। এমনই অবস্থায় ভারতে শুরু হয়েছে লোকসভা নির্বাচন। দেশটির দ্বিতীয় দফা ভোটের দিন ইডির হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজতে সন্দেশখালীতে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

Link copied!