সিলেটে ঝোড়ো হাওয়ার সঙ্গে নামল স্বস্তির বৃষ্টি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৪, ০৮:১০ পিএম

সিলেটে ঝোড়ো হাওয়ার সঙ্গে নামল স্বস্তির বৃষ্টি

ছবি: সংগৃহীত

তীব্র তাপপ্রবাহের মধ্যে সিলেটে ঝোড়ো হাওয়ার সঙ্গে নেমেছে স্বস্তির বৃষ্টি। ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে চলা এই বৃষ্টিতে জেলাটিতে এখন শীতল পরিবেশ অনুভূত হচ্ছে। শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে এই বৃষ্টি হয়।

রাত আটটার দিকে নগরে বইতে শুরু করে ঠাণ্ডা বাতাস। পরে ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ঝুম বৃষ্টি। এই বৃষ্টিতে অনেককেই রাস্তায় নেমে ভিজতে দেখা গেছে।

এর আগে আগামী ২ মে কালবৈশাখী ঝড় শুরুর আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানান, পুরো এপ্রিল জুড়েই থাকবে তাপপ্রবাহ। তবে মে মাসের শুরুতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া বার্তায় বলা হয়, বর্ধিত পাঁচদিনের শেষের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

Link copied!