উখিয়ায় পাহাড়ে অস্ত্র কারখানা, আটক ৩ রোহিঙ্গা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৮, ২০২১, ১০:৫০ এএম

উখিয়ায় পাহাড়ে অস্ত্র কারখানা, আটক ৩ রোহিঙ্গা

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড় অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (০৮ নভেম্বর) ভোরে কুতুপালং রোহিঙ্গা শিবিরের এক্স-৪ ক্যাম্পের পাশের পাহাড়ে অভিযান চালিয়ে ১০টি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন কুতুপালং ক্যাম্প সি-১ জি ব্লকের মৃত আজিজুর রহমানের ছেলে বাইতুল্লাহ (১৯), তার ভাই হাবিব উল্লাহ (৩২) ও একই ব্লকের জাহিদ হোসেনের ছেলে মোহাম্মদ হাছুন (২৪)।

র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছে।

মেজর মেহেদী বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র এ কারখানায় অস্ত্র তৈরি করে আসছিল। এখান থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ক্যাম্পে নজরদারি বাড়ানো হয়। পরে কারখানাটির অবস্থান নিশ্চিত হওয়ার পর সোমবার ভোরে অভিযানে যায় র‍্যাবের একটি দল।

অভিযান শুরুর পর র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা সন্ত্রাসীরা গুলি ছুড়তে থাকা। জবাবে র‍্যাবও পাল্টা গুলি চালায়। দীর্ঘক্ষণ গোলাগুলির পর কারখানাটি ঘিরে ফেলে র‍্যাব সদস্যরা।

এসময় কারখানা থেকে ৩ রোহিঙ্গাকে আটক করা হয়। পালিয়ে যায় অনেকে। অস্ত্রের কারখানা থেকে ১০ টি দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব। সকাল ৮টার দিকে অভিযানটি শেষ হয়।

মেজর মেহেদী হাসান আরও বলেন, ক্যাম্পগুলোতে সন্ত্রাসীদের তৎপরতা ঠেকাতে কাজ করছে র‍্যাবের সদস্যরা। আটকদের পরবর্তী আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

Link copied!