ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৪, ২০২১, ০৭:২০ পিএম

ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার

সরকার দেশের ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় এমনকি ইসলাম ধর্মে বিশ্বাসকারীদেরও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা অথবা বৌদ্ধ-খ্রিস্ট সম্প্রদায়ের যারা আছেন, তাদের যে উপাসনালয়গুলো আছে সেগুলোর নিরাপত্তা সরকার দিতে পারেনি। একইসঙ্গে আমাদের বৃহত্তর জনগোষ্ঠী ইসলাম ধর্মে বিশ্বাসীদেরও এখানে কোনো নিরাপত্তা নেই’।

এসময় বিএনপির মহাসচিব, জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা দিতে সরকার সামগ্রীকভাবে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন।  

মির্জা ফখরুল প্রশ্ন রাখেন, ‘সম্প্রতি যে সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয়েছে, সেগুলোর নেতৃত্ব দিচ্ছে কারা? তিনি বলেন, সেগুলোর নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগের ছেলেরা, আওয়ামী লীগের লোকেরা। আজও পত্রিকায় এসেছে যে—রংপুরের যে ঘটনাটা ঘটেছে, সেখানে নেতৃত্ব দিয়েছে সৈকত নামের ছাত্রলীগের এক নেতা’।

জনগণের সঙ্গে সরকারের কোনো যোগাযোগ নেই উল্লেখ করে ফখরুল বলেন, ‘জনগণের ভোট যেহেতু সরকার পায় না, তাই জনগণের দৃষ্টিটাকে ভোটের অধিকার থেকে দৃষ্টি সরাতে তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে’।

দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘এই অনির্বাচিত সরকার, অবৈধ সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা নির্বাচন নির্বাচন খেলা করে গত দুটি টার্ম জোর করে ক্ষমতায় বসে আছে’।

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘নির্বাচনে তখনই আমরা অংশগ্রহণ করব, যখন নির্বাচনের সত্যিকারের পরিবেশ তৈরি হবে। আমরা খুব পরিষ্কার করেই বলেছি, আওয়ামী লীগের অধীনে কোনো সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। সেজন্য নির্বাচনকালীন একটি নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশনের পরিচালনায় নির্বাচন হলে আমরা অবশ্যই অংশগ্রহণ করব’। এবং সে জন্যই আমরা আন্দোলন করছি যোগ করেন মির্জা ফখরুল।

Link copied!